Header Ads

Header ADS

Learning Java Language In Bangla!

                      Learning Java Language In Bangla!




অনেকের মনে একটি প্রশ্ন থাকে । সেটি হচ্ছে আমরা জাভা প্রোগ্রাম অথবা ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবো ? কিভাবে শুরু করব ? অনেকে জাভা শিখার জন্য বাংলায় গুগলে খোঁজ করতে থাকেন । তাদের জন্য আমার এই ব্লগটি । আমার এই ব্লগ সাইটটিতে আরও এমন অনেক প্রোগ্রামিং সম্পর্কে পোস্ট পাবেন , তাও বাংলায়। 

তো শুরু করা যাক !! 

আপনাদের মধ্যে কেউ যদি আগে থেকেই কোনো ল্যাঙ্গুয়েজ যেমন - C, c++ , Python etc.  জানা থাকে অথবা ধারনা থাকে তাহলে তাদের জন্য জাভা শিখাটা একটু সহজবোধ্য হবে । 
যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন প্রোগ্রামিংয়ে, তাহলে আপনার কিছু প্রাথমিক ধারণা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিৎ ।


কিভাবে আমরা শুরু করতে পারি ?

  • জাভা প্রোগ্রামিং কি? 
  • জাভা simple code .
  • Operator, Operand, and Expression.
  • জাভা looping and conditional statement.
  • Array.
  • User input (user থেকে কোন মান নেওয়া).
  •  Basic concepts of OOP.
  •  other condition and keywords. 
এবং java framework.

প্রতিটি বিষয়ের উপর আমার এই ব্লগ সাইটে পোস্ট পেয়ে যাবেন । 

ধন্যবাদ !

No comments

Powered by Blogger.