What is java? (In Bangla) | জাভা কি?
জাভা কি ?
জাভাতে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং জাভা আমরা কেন শিখবো ??
- Platform Independent : platform independent বলতে ধরুন আপনার অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এবং আপনি জাভা কোড করলেন । এখন আপনি অন্য কোথাও নিয়ে অন্য কোনো কম্পিউটারে কোডটিকে রান করাতে চান । এখন দেখলেন যে আপনি যেই কম্পিউটারে রান করাতে চান ঐ কম্পিউটারের অপারেটিং সিস্টেম হলো লিনাক্স । এখন যদিও দুইটি অপারেটিং সিস্টেমে কোনো মিল নেই তাও কোড রান করবে । তাই জাভার ক্ষেত্রে আমরা বলতে পারি (WORA) write once run anywhare .
- Object Oriented : বাস্তব জীবনের object গুলো ব্যাবহার করে আমার কোড করতে পারবো । oop সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পরবর্তী পোস্টে পেয়ে যাবেন আশা করি !
- Support web-based application: জাভা web-based application support করে ।
- Robust: জাভা একটি Robust ল্যাঙ্গুয়েজ । এটি ত্রুটি গুলোকে ভাল ভাবেই হ্যান্ডল করতে পারে ।
- Secure : জাভা একটি নিরাপদ ল্যাঙ্গুয়েজ ।
- Multi-threated : জাভা ল্যাঙ্গুয়েজে কোডিংয়ে এক লাইন থেকে অন্য লাইন আমরা সহজভাবেই যেতে পারি । এছাড়াও এক সাথে অনেক গুলা কাজ করা যায় ।
top 10 programming language chart 2019 |
বর্তমানে top 10 ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা একটি । এটির মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, গেমস ডেভেলপমেন্ট , ওয়েব অ্যাপ্লিকেশনেরও কাজ করতে পারব ।
No comments