Loop in java !!
LOOP: আমরা লুপ কখন ব্যাবহার করবো ? এই প্রশ্নটি আসে সবার প্রথমে ।
একই জিনিস যদি আমরা বার বার দেখাতে চাই আউটপুটে তাহলে আমাদের অনেক বেশি কোড লেখা লাগবে । এতে আমাদের সময় অপচয় হবে এবং কোডের run time বেশি হবে ।
JAVA তে ব্যবহৃত LOOP গুলো হলো ঃ
- FOR LOOP.
- WHILE LOOP.
- DO-WHILE LOOP.
- FOR-EACH LOOP.
- LABELED FOR LOOP.
- INFINITE FOR LOOP.
- INFINITE WHILE LOOP.
- INFINITE DO WHILE LOOP.
For loop:
প্রথমেই আসে ফর লুপ। নিচে এর syntax দেওয়া হলো ঃ
![]() |
for loop syntax |
ফর লুপের প্রথমেই ডাটা টাইপ লেখতে হবে । এখানে দেখা যাচ্ছে যে int ডাটা টাইপ । অর্থাৎ integer টাইপ ডাটা নিবে । এখানে i একটি variable হিসেবে নেওয়া হয়েছে । আপনি চাইলে variable হিসেবে যে কোন কিছু কে ধরতে পারবেন । variable নিয়ে একটি বিস্তারিত আলোচনা আপনি এই ব্লগে একটি পোস্ট পেয়ে যাবেন। আশা করি।
এখানে variable মান দিয়ে দেওয়া হয়েছে । নিচের কোডটিতে আপনি দেখতে পাবেন যে আমরা variable এর মান 1 ধরেছি । যখন কোডটি কাজ করবে তখন 1 থেকে শুরু করবে গননা করা।
a simple code of for loop |
While loop:
![]() |
while statement |
এটি হচ্ছে while লুপের syntax ।
Do while loop :
![]() |
do while loop statement |
No comments